CodeKabbo

আইটি স্কিলে দক্ষ হয়ে বদলে ফেলুন নিজের ক্যারিয়ার ভাবনা,
সাথে আছে
কোডকাব্য আইটি ইনস্টিটিউট

চলছে ৫০% ছাড়ে ভর্তি উৎসব! আসন সংখ্যা কিন্তু ‍সীমিত

তারুণ্যের নতুন বাংলাদেশ উপলক্ষ্যে কোডকাব্যে সকল কোর্সে চলছে ৫০% অবিশ্বাস্য ছাড়।

চলুন দেখি

আমাদের বৈশিষ্ট্য

লাইফটাইম সাপোর্ট পাওয়ার সুযোগ

আন্তর্জাতিক মানের আপডেট সিলেবাস

অনলাইন ও অফলাইন ক্লাস

ক্লাসের ভিডিও রেকর্ড প্রদান

বাধ্যতামূলক হোমওয়ার্ক আদায়

ব্যাচ ট্রান্সপার সুযোগ

অভিজ্ঞ মেন্টর দ্বারা ক্লাস পরিচালনাা

মনোরম ও আধুনিক কম্পিউটার ল্যাব

সিসি ক্যামেরা ও ফ্রী ওয়াইফাই সুবিধা

শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় যাতায়াত সুবিধা

চলুন দেখি

আমাদের কোর্স সমূহ

আমাদের প্রতিটি কোর্স আমরা এমন ভাবে ডিজাইন করেছি, যার মাধ্যমে একজন প্রশিক্ষনার্থী একদম জিরো থেকে প্রফেশনাল লেভেলে স্কিল ডেভেলপ করার মাধ্যমে লোকাল ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে নিজেকে এগিয়ে রাখতে পারে।

বর্তমানে প্রতিদিন কতগুলো ওয়েবসাইট তৈরী হয় জানেন? প্রায় ২ লক্ষ ৫২ হাজার। বুঝতেই পারছেন ডিমান্ড কেমন!

প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে ব্যক্তি ও কর্ম জীবনে নিজেকে এগিয়ে রাখতে, কম্পিউটার বা মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম জানার কোন বিকল্প নেই

কোন ধরনের কোডিং এর মারামারি ছাড়াই ওয়েব ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়ুন ওয়ার্ডপ্রেস শিখে। পৃথিবীর প্রায় ৪৭% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে।

মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম ও ওয়েব ডিজাইন উইথ ফ্রীল্যান্সিং এই দু’টি কোর্সের সমন্বয়ে আমরা সাজিয়েজি আমাদের কম্বো কোর্স

কি, বড় ভাই! স্কিল অর্জনে এখন দুরত্ব কোন বাধা নয়!

বেকার বসে আর কত? আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ে বাঁচুন আত্বসম্মান নিয়ে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে অনলাইভ লাইভ ক্লাসের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে।

চলুন দেখি

আমাদের শিক্ষার্থীরা কি বলে

আমাদের সর্বোচ্ছ চেষ্টা থাকে প্রতিটি শিক্ষার্থীকে প্রোপার গাইডলাইন আর সাপোর্ট  দেওয়ার আর যখন শিক্ষারথীদের থেকে আমরা এরকম  অসাধারণ রিভিউ পাই, আমাদের সেই আগ্রহ আরো বহু গুনে বেড়ে যায়।

চলুন দেখি

আমাদের শিক্ষকরা কেমন ক্লাস নেন?

আমাদের অনেক সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থী এডমিশন নেওয়ার আগে ট্রেইনারের ক্লাস কোয়ালিটি দেখতে চান। তারা চাইলে এটা দেখতে পারেন। ক্লাস নিচ্ছেন আমাদের কোডকাব্য আইটি ইনস্টিটিউট এর মেন্টর মোঃইউসুফ আলী রায়হান।

চলুন কিছু বিষয় সম্পর্কে জানা যাক

আপনাদের যত প্রশ্ন

আমাদের প্রতিষ্ঠান ও কোর্স নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন । চলুন সেগুলোর মধ্যে থেকে উল্লেখ যোগ্য কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

প্রায় ৩৯,৯২,২২২ ওয়েবসাইট তৈরি হয় প্রতিদিন, ২,৭৭২ ওয়েবসাইট প্রতি মিনিটে তৈরি হয়, এবং ৪৬ টি ওয়েবসাইট প্রতি সেকেন্ডে তৈরি হয়।

শুধু এতটুকুই জেনে রাখুন এর চাহিদা পূর্বেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে কিন্তু দুঃখজনক হচ্ছে চাহিদা অনুযায়ী দক্ষ ওয়েব ডিজাইনার পাওয়া যায় না তেমন একটা এর জন্য আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে কেননা বর্তমান সময় কম্পিটিশনের সময়।নিজেকে দক্ষ না করলে মার্কেট প্লেস এ টিকে থাকা অসম্ভব।  

ধরতে গেলে এখন সব কিছুই অনলাইনে হয়ে থাকে এর জন্য তাদের নতুন নতুন ওয়েব সাইট বানানো এবং ডিজাইনের প্রয়োজন হয় তাছাড়াও যে সকল পুরনো ওয়েব সাইট আছে সেগুলোর‌ও নতুন নতুন ডিজাইনের প্রয়োজন।

তাই এর চাহিদা নিয়ে না ভেবে নিজেকে দক্ষ করে তুলুন।

ফ্রীল্যান্সিং কোর্সে শুধু ভর্তি হলেই ডলার আর ডলার তেমন কিছুই না। আর আমরা সফলতার বা ইনকামের শতভাগ গ্যারান্টি ও দিতে পারবো না।
সফলতা নির্ভর করবে আপনার ধৈর্য, চেষ্টা, লেগে থাকার মানুষিকতা আর আল্লাহর রহমতের উপর।তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি যদি আপনার মধ্যে উপরের বিষয় গুলো থাকে, ইনশাআল্লাহ, অসাধারণ কিছু হবে আর তার জন্য যত সাপোর্ট লাগে আমরা করবো🥰
সুতরাং, ভর্তি হওয়ার পর প্রতিদিন ৩০/৪০ মিনিট সময় দিয়ে ২/৩ মাস পর অনেক টাকা ইনকাম করবেন এমন চিন্তা থেকে বের হয়ে আসুন🥰

আপনার যদি একটি কম্পিউটার থাকে আর আপনি যদি মাইক্রোসফট অফিস না শিখেন তাহলে আপনার কম্পিউটার থাকাটাই বৃথা। কেননা আপনি যেকোন কাজে গেলে মাইক্রোসফট অফিস প্রয়োজন হবে। লেখালেখির কাজের জন্য এর চাইতে উন্নত এবং সহজ সফটওয়্যার আর হয়না। সুতরাং মাইক্রোসফট অফিস শেখার কোন বিকল্প নেই এটা আপনাকে শিখতেই হবে।

বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহ করে বাঁচতে হলে কম্পিউটার শিখতে হবে এই কথাটা নতুন করে বলার কিছু না। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কোন কাজে কম্পিউটার ব্যবহার হয় তা কিন্তু নয়। যে কাজ কম্পিউটার নির্ভর নয় সেই কাজে কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। কম্পিউটার জানা এক জন লোকের কর্মক্ষেত্রে বিপুল পরিমাণ চাহিদা।

কম্পিউটার ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা অনেক গুন বাড়িয়ে দেয়। কম্পিউটার শিক্ষা হলো এমন একটি প্লাটফর্ম , জীবন গড়ার জন্য আপনি যেকোনো ট্রেনেই যান না কেন এই ধাপটি পাড় হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিযুগিতার বাজারে নিজেকে একজন দক্ষ ও যুগ্য হিসেবে প্রমাণ করতে কম্পিউটার শেখার কোন বিকল্প নেই।

আপনি যেকোনো পেশায় নিয়োজিত হন না কেন কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে হবে। শুধু মাত্র কম্পিউটারের উপর দক্ষতা থাকার কারণে আপনি অন্যদের তুলনায় এক ধাপ বেশি এগিয়ে যাবেন। কম্পিউটার ছাড়া বর্তমান বিশ্ব অচল বলা চলে। কম্পিউটার শিক্ষা ব্যক্তি এবং কর্মজীবনে অনেক ভালো প্রভাব ফেলে। তাই কম্পিউটার শিক্ষা অনেক জরুরী।কম্পিউটার হলো বর্তমান বিশ্বের চাবিকাঠি।

চাকরির বাজারে রয়েছে এর ব্যপক চাহিদা। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব অপরিসীম। শুধু চাকরির ক্ষেত্রে নয় নিজেকে স্মাট ভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার শিখতেই হবে। বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া কিছু করা সম্ভব নয় এবং কম্পিউটার ছাড়া কিছু ভাবাটা বোকামি।

কম্পিউটার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালানো খুব কষ্টসাধ্য। বর্তমান বিশ্বে কম্পিউটারের জানা লোকের চাহিদা ব্যপক । তাই নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং ভালো কোন চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে।

 

জ্বী, অবশ্যই পারবেন। আমাদের বিগেনার ফ্রেন্ডলি কোর্স ও ক্লাস মডিউল (আমরা আমাদের ক্লাস গুলো এমন ভাবে সাজিয়েছি এবং ক্লাস নিয়ে থাকি যাতে একজন বিগেইনার স্টুডেন্টও খুব সহজেই কঠিন বিষয় গুলো ও বুঝতে পারে।

চলুন দেখি আমাদের

 কোডকাব্যের ক্যাম্পাস দেখতে কেমন?

যেকোন কিছু শিখার জন্য শিক্ষা-বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কোডকাব্য আইটি ইনস্টিটিউট সব সময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীকে একটি আধুনিক ও মনোরম পরিবেশ দিতে যা তাদের শিখার আগ্রহ আরো বহুগেুনে বাড়িয়ে দিবে।

চলুন পরিচিত হই কোডকাব্য আইটি ইনস্টিটিউট এর

ফাউন্ডার এন্ড সিইও এর ভাবনা

মোঃ ইউসুফ আলী রায়হান

ফাউন্ডার, সিইও এন্ড ইন্সট্রাক্টর

কোডকাব্য আইটি ইনস্টিটিউট

কাজের অভিজ্ঞতা

৬ বছর

শিক্ষকতার অভিজ্ঞতা

৪ বছর

মোট শিক্ষার্থী

১,৫০০ + জন